ঢাকা, ১২ সেপ্টেম্বর (ইউএনবি)- সাধারণ মানুষের ‘কষ্ট ও সমস্যা’ দেখতে এখন থেকে গণপরিবহনে অফিস করবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে অফিস শেষে দুপুর সাড়ে ১২টার দিকে জিপিও মোড় থেকে ৬ নাম্বার বাসে গুলশানের নিজ বাসায় যান তিনি।
প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ইউএনবিকে বলেন, ‘সাধারণ মানুষের কষ্টগুলো কাছ থেকে দেখতেই তারানা হালিম এ সিদ্ধান্ত নিয়েছেন।’
‘প্রতিদিন সাধারণ মানুষের একটা অভিযোগ- এমপি, মন্ত্রীরা সড়ক পথে যানজটে পড়েন না। তারা (জনগণ) আশা করে একবার হলেও এমপি, মন্ত্রীরা সাধারণ মানুষের মতো গণপরিবহনে চলাচল করবেন। সেখান থেকেই তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের পাবলিক বাসে যাতায়াত করে অফিস করার সিদ্ধান্ত,’ যোগ করেন এনায়েত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কাজের জন্য অফিসের গাড়ি ব্যবহার করবেন প্রতিমন্ত্রী।